গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: গান করিলে যদি অপরাধ হয়
১২৮
গান করিলে যদি অপরাধ হয়।
কোরান মজিদ কেন ভিন্ন এলহামে গায় ॥
রাগরাগিনীর সুর রুহানী বলিয়া মশহুর ৷
এত আলাপন আছে নিরূপণ তাতে হারাম কেন কয় ॥
আরবি পারসি সকল ভাষায় গজল মর্সিয়া সিদ্ধ হয়।
নবীজী যখন মদিনায় যায় দফ বাজায়ে মদিনায় নেয় ॥
বেহেস্তে সুর নাজায়েজ নয় দুনিয়ায় কেন হারাম হয়।
দুদ্দু কয় শুনি কে কোথায় গানের ফতোয়া কোথা পায় ॥

তথ্য