গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ঘরে ফেরা হলো দায়
৫১
ঘরে ফেরা হলো দায়।
এ কালার সঙ্গি হতে পরান চায় ॥
আসিতে পলকে আমি যেতে ফিরে পথ না দেখি ।
যা বলিস গো প্রাণসখি আজ তোরা আমায় ॥
সাধে কি গো হলাম এমন দেখে কালাচাঁদের চরণ ।
হরে নিলো জ্ঞান পরান বুদ্ধি গিয়াছে পালায় ॥
তোরা ফিরে যা সকলে আমি যাই এ চরণতলে।
বিনয় করে দুদ্দু বলে কি হবে আমার উপায় ॥


তথ্য