গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ঘরেতে আর রইতে যে নারি
৫২
ঘরেতে আর রইতে যে নারি।
কোথায় শ্যামল বংশীধারী ॥
কি মন্ত্র জানে বলোরে দেহমন দিলাম তারে ।
সে বিনে পরান বিদরে কেমনে থাকি ॥
যত কথা বলিস তোরা হলাম কুলের কুলহারা ।
নয়নে বহিছে ধারা কেমনে বিস্মরি ॥
যা করো তা করো তোমরা আমি হলাম অধীন বাঁশুরা।
দুদ্দু বলে শুনেই সারা শ্রীরাইকিশোরী ॥


তথ্য