ঘরে ফিরে চলো লো রাই।৫০
এ ঘাটে আর কার্য নাই ।
তুই লো ধনী পাগল হলি দুই কুলে কলঙ্ক দিলি।
আমাদেরও পাগল করলি কেমনে তোরে ছেড়ে যাই ॥
হানিয়া মদনবাণ কেড়ে নিলো মনোপ্রাণ ।
বাঁশরিতে দিয়েরে কান কুলে দিলি ছাই ॥
কি বলিবে ব্রজের লোকে এ ঘাটে দেখে তোমাকে ।
দুদ্দু বলে এই সুযোগ আমি দেখতে তাঁরেই চাই॥