গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: গৌরাঙ্গ ভুগঙ্গ যারে
৯৩
গৌরাঙ্গ ভুগঙ্গ যারে।
দংশিলরে প্রাণসখি বাঁচে কি মরে ॥
ধন্বস্তরী ওঝা আনি কিছুতে সারে না ধনী।
নিমেষে বিষ চলে অমনি ব্রজপুরে ॥
যে করেছে গোরার সাথে প্রেমরত্নধন ভবের পথে।
কি কাজ তাহার কুলমানেতে ভয় যায় দূরে ॥
তোরা কি বুঝবি আমায় মন তো আমার বাধ্য নয়।
লালন শাঁই ফুঁকারে সদাই দুদ্দু খালি কুলের ঘোরে ॥

তথ্য