গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: গুরু নিজগুণে কৃপা করে চরণ দাও আমায়
১৮১
গুরু নিজগুণে কৃপা করে চরণ দাও আমায় ।
তবে দয়াময় তোমায় জানা যায় ॥
স্বভাবদোষে আমারই মন বাগ ছেড়ে বিবাগে গমন।
হীন হয়েছি ভজনসাধন দাও চরণ সকরুণায় ॥
সাধনে পারে গো যেজন ভক্তিবলে পায় সে চরণ ।
সাধনহীন না পেলে চরণ কে বলবে করুণাময় ॥
জগতকে করিতে তারণ প্রতিজ্ঞা তোমার নিরূপণ ।
গুরুরূপটি করিয়া ধারণ কৃপাসিন্ধু নাম তোমায় ॥
পতিত যদি পতিতই রবে প্রতিজ্ঞা পালন কই হবে ।
দুদ্দু কর কলঙ্ক রবে পতিতপাবন নাম কই রয় ॥

তথ্য