গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: গুরুবস্ত চেতনের ঘরে
১৮৩
গুরুবস্ত চেতনের ঘরে ।
চেতনের সঙ্গ ধরে চিনে নাও তাঁরে ॥
চিতশক্তি উৎপত্তি যথায় চেতনমানুষ তাঁরে কয়।
তাঁরে ধরে চেতনপ্রাপ্তি হয় এ সংসারে ॥
যে দেশে চেতনধনী শিরে নাও তাঁর চরণখানি।
গুরুবন্ত মিলবে এখনি নহে তো দূরে ॥
আগমেতে গেলোরে জানা শক্তির ছারে গুরুজনা ।
দুদ্দু বলে পরশে সোনা আপন ঘরে ॥

তথ্য