গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: গুরুপদে দিলো যে নয়ন
১৮২
গুরুপদে দিলো যে নয়ন।
শমন বলে ভয় কি তাহার যায় ভববন্ধন॥
গুরুপদে দিয়ে নয়ন অন্যরূপ না হেরে সেজন।
রূপের বন্ধন রূপেতে মগন ॥
গুরুপদ করে আপন জলে মীনে গতি যেমন।
জল ছাড়িলে মীনের পতন তাই আত্মায় মিলন ॥
পদেতে অটল ধেয়ান মনোনীরে করায় স্নান।
ঐ তো ভক্তির সন্ধান তাহারই লক্ষণ ॥
গুরুপদের নাই তুলনা ভক্ত কণ্ঠহার সোনা ।
মূর্খ দুদ্দু চেনে না লালন শাঁইর অভয়চরণ ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৪৬।