গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:হাকিমুল হাকিম শাঁই তোমা বিনে আর কার দেব দোহাই
২০৫
হাকিমুল হাকিম শাঁই তোমা বিনে আর কার দেব দোহাই।
ঘোরসঙ্কটে তরাইতে তোমা বৈ আর কেহ নাই ॥
সৃজন পালন করো রুজি যোগাও সবাকার।
রাখো মারো হাত তোমার তোমারই এই জগতময় ॥
বিমারির দোয়াপানি তুমি বৈদ্য তুমি জ্ঞানী।
জানের জান আপনি রাব্বানি দরদী শাঁই ॥
এতিম মিসকিন করো ভিক্ষা মাগাও দ্বারে ছবারে।
ধনের ধনী কাঙাল করো কাউরে দাও দুনিয়ার বাদশাই ॥
রাখো ছায়ায় ধুপে জ্বালাও রদকে কবুল কবুলকে রদ দাও ।
দুদ্দু বলে আমায় তরাও কদমেতে দিয়ে ঠাঁই ॥

তথ্য