গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সেই সৃষ্টির আদিকালে
১৬৪
হিন্দু যবন খ্রিস্টানেরা কি ভাবে মনে ।
স্বর্গ কিংবা পরমগুরু একচেটে নয় কোনোদিনে ॥
খ্রিস্টানেরা ভাবো মোরা হেভেন পাবো ।
যীশুর সাথে তথায় যাবো তাঁকে খোদার পুত্র জেনে |
হিন্দুরা অংশ ভেবে মনে ফুল সাধে সেই চরণে ।
পঞ্চবিধি মুক্তি খোঁজে ত্যাজে মানুষ জগতকোণে ॥
মুসলমানে তেমনই মতো অন্য জাতে বেদ্বিন জানে ।
দুদ্দু কয় বড়াই করো মিছেরে ভাই কার কি সেই জনে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৩১।