গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: হিসেব করে দেখলে পাওয়া যায়
৩০২
হিসেব করে দেখলে পাওয়া যায়।
যথা হতে সেই রসের উৎপত্তি কয় ॥
শঙিনী হস্তিনী দুই নারী এদের সঙ্গ দেয় ত্যাজ্য করি।
পদ্মিনী চিত্রিনী তাঁরই চরণ চায় ॥
স্বভাবগুণে ভাবের গতি তাহাতে স্বভাবপ্রকৃতি।
হইলে ভাবপ্রকৃতির আকৃতি সহজে পায় ॥
নিষ্ঠা হলে সেই চরণে জানে সকল একই স্থানে ।
দীন দুদ্দু তাইতে ভণে গোপনে রয় ॥



তথ্য