গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কয় বেনা তরিকায় শুনি
২০৩
হজ করিলে যদি যেতো গুনা।
মক্কায় জন্মিয়া কেউ পাপী হতো না ॥
মক্কায় গেলে পাপ যাবে ভাই এই কথার বলিহারি যাই ।
যুক্তিমতে বুঝাও তো তাই এবার শরার বেনা ॥
ইব্রাহিমের মক্কা গঠন তাতে যদি হয় পাপবিমোচন।
এমন কথা কে বলেছেন জগতে কোনজনা ॥
লালন শাঁই দরবেশের বচন দুদ্দু ভেঁড়োর হয় না যাজন।
তাই মিছে ঢুঁড়ে মরে মনের ঘোর গেলো না ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৫৭।