গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: হলো সই কি ঘটনা
১০১
হলো সই কি ঘটনা ।
গৌরাঙ্গরূপ ধরেছে কেলেসোনা ॥
কোথায় সেই পীতধড়া কোথারে সেই মোহনচূড়া।
কি যেন হয়েছে হারা আমি তা বুঝি না ॥
রাধা বলে কাঁদে গোরা নয়নে বহিছে ধারা ।
মস্তক করেছে ন্যাড়া চায় ব্রজের ঠিকানা ॥
স্বরূপদ্বারে কাঁদে নিমাই রাধা রাধা বলে সদাই ।
দুদ্দু বলে দিলাম দোহাই আমায় দাও চরণখানা ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৮৯।