গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: হুরের লোভে পড়ে মানুষ
১৬৫
হুরের লোভে পড়ে মানুষ ত্যাজো নারে মন।
বাড়ির কাছের চিড়ে ফেলে কোথায় খোজ অন্নধন ॥
আহারে মানুষনিধি মানুষে সাধন মানুষে সিদ্ধি।
স্থির করিয়া বুদ্ধি দেখোরে এখন ॥
মানুষই পরমণ্ডরু বাঞ্ছাপূর্ণ কল্পতরু।
মানুষ ভজিতে ভীরু হয়ো না কখন ॥
আশরাফ আতরাফ ইতর মেথর সবার চরণ মাথার উপর ।
দুদ্দু কয় জীবন করি ভোর নিয়েরে চরণ ॥

তথ্য