গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:যা বলে বনুক লোকে কি ফল তায়
৬৫
যা বলে বলুক লোকে কি ফল তায়।
বৃথা তার জীবন যৌবন বন্ধুরে যে নাহি চায় ॥
জলদ মেঘের বরণ বাঁকা তার দুটি নয়ন।
বাঁশিতে ডাকিয়া সুজন জগত মজায় ॥
শুনে যা লো প্রাণসখি দেখে যা তীর দুটি আঁখি ।
নিয়ে শ্যামকালো পাখি হৃদয় পিজ্জিরায়॥
আমি আর যাবো না ঘরে বলিস তোরা ননদীরে।
দুদ্দু বলে ধন্য তারে কুলমান যে দেয় ॥


তথ্য