গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যা করো শাঁই পাতকীরে
১৯৫
যা করো শাঁই পাতকীরে।
এ ব্রহ্মাণ্ডে আপন বলতে কেউ নাই ম্যারে ॥
তুমি তো দীনের বন্ধু এ জগত মাঝারে ।
তাইতে তোমার দিলাম দোহাই পার করো আমারে ॥
আপন বলবো এমন তো রে আর নাই কেহ সংসারে
তুমি সৃজন পালন সংহার কর্তা এই ভবের 'পরে ॥
এই কুলে নাইরে কেহ আমায় নেবে কোলে ।
দীন দুদ্দু ভণে সকাতরে লালন শাঁইজীর চরণ ধরে ॥

তথ্য