গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যা থাকে কপালে যাবো গৌরহাটে
৯৭
যা থাকে কপালে যাবো গৌরহাটে ।
ভজে দেখি কি হয় নিষ্কপটে ॥
শুনেছি দেখিলে তাঁরে জন্মমৃত্যু বারণ হয়রে।
শুনিয়া সাধুর দ্বারে যাইরে ঘাটে ॥
যদি দয়া করেন গোসাঁই পাইলে পাইব গো তাই।
সে বিনে আর গতি নাই ভবের পাটে॥
যা হবে এই কপালে ঘটবে তা কর্মফলে।
দুদ্দু কয় ফেরে প'লে কপালদোষে ঠাঁটে ॥

তথ্য