গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যাবেরে মন সকল জানা মরণকালে
১৫৭
যাবেরে মন সকল জানা মরণকালে।
এ ভবে বাড়াবাড়ি অবশেষে হলে ॥
মামলা ফ্যাসাদ বিষয়বিষে জনম ভরে পেলে না দিশে।
কাঁদবে অবশেষে কে কোথা র'লে ॥
মহাজনের খাতায় বাকি পড়েছে সকল ফাঁকি ।
জনমভরে রাখলে ঢাকি কোন স্বত্ববলে ॥
ছাড়োরে জুয়াখেলা ফুরায়ে যে এলো বেলা।
দুদ্দ কয় কতো জ্বালা পোহালামরে ভবের গোলে ॥

তথ্য