গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যার হাতে আছে আমার আসা যাওয়ার
১৫৬
যার হাতে আছে আমার আসা যাওয়ার কলকাঠি।
তারে আমি কইবা চিনি ভূতের মতো যাই খাটি ॥
আজন্ম তারেই যে আমি ভাই অপর ভেবে দুঃখে রাখি তাই।
যাহাতে অমৃত ফলে সদাই মারি তারে দিয়ে লাঠি ॥
কিসে যে কি গেলো হয়ে একদিনও দেখলাম না চেয়ে।
তাইতে তো মন ভেয়ে খেয়ে যাই মাটি॥
যে কার্য করিলাম যখন গোড়ায় গলদ হলোরে মন।
দুদ্ধু কয় তারই চরণ ভাবলাম না করে খাঁটি॥

তথ্য