গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যারে শ্রীদাম যারে সুদাম আমি গোষ্ঠে যাবো না
৭৮
যারে শ্রীদাম যারে সুদাম আমি গোষ্ঠে যাবো না।
আজ আমি ঘরে থাকিয়া পুরাবো মনের বাসনা ॥
মা আজি কাতরপ্রাণে বিদায় দেন না গোচারণে ।
গোষ্ঠে গেলে তোদের সনে মা পাবেন বেদনা॥
মাতৃবাক্য করে লঙ্ঘন কেমনে করি গোষ্ঠে গমন।
শোনো ভাই যত রাখালগণ আমার যাওয়া হবে না ॥
বনে গিয়ে রাখাল যত যন্ত্রণা দাও মনের মতো।
কাঁধে চড়ে অবিরত আমায় দিসরে লাঞ্ছনা॥
গিয়ে গহনকানন ভিতর ক্ষুধায় যখন হইবে কাতর ।
দুদ্দু বলে তাই তো রে মোর গোষ্ঠে যাওয়া হলো না ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৬৬।