গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: জাতাজাতি সৃষ্টি করে ভারতকে শ্বশান দিলে
১২৯
জাতাজাতি সৃষ্টি করে ভারতকে শ্মশান দিলে ।
যতসব কায়েৎ বামন অবশেষে এই বুঝিলে ॥
শূদ্র বৌদ্ধ ইতর মুসলমান সবই তো এক মায়ের সন্তান।
ভারতের মাটিতে সবারই প্রাণ কেউ না দেখিলে ॥
সাজিয়ে জাতির বেড়া দেবতায় করলে দেশছাড়া ।
মানুষ ছাড়িয়া নোড়া সবাই পূজিলে ॥
এ দুঃখ আর বলি কারে যে দুঃখে মোর প্রাণ বিদরে ।
দুদ্দু কয় তাই বিনয় করে দরবেশ লালন শাঁই যা বলে ॥

তথ্য