গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: জাতাজাতির ঘরে যেও নারে মন
১৩০
জাতাজাতির ঘরে যেও নারে মন।
ওতে যাবে ধর্ম কর্ম মর্ম তাই বলি এখন ॥
শয়তান আর অসাধু মিলে জগতের বর্বর সকলে ।
জাতগোত্রের সৃষ্টি করিলে সৃজন ধ্বংসের কারণ ॥
মাথায় দিয়ে খোঁটা হাত সেই কাঠাল খাওয়ার জাত।
জাতের ব্যবসা করেরে নেহাৎ এসব সহজ দরশন ॥
যে ঈশ্বর দেয় জাতির ফরমান সেই ঈশ্বর ভাই খান্নাস শয়তান।
দীন দুদ্দু রচিয়া যায় গান এ পাপ দূর হবে কখন ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২১৪।