গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যাতে দ্বীন দুনিয়া তরক হয়
২৮৩
যাতে দ্বীন দুনিয়া তরক হয়।
সাদেকী আশেক যাহারে কয়॥
দ্বীন দুনিয়া দোনো তলব হ্যায় নারী ব্যবহার লিখে দুই জায়গায় ।
নফসে আম্মারার উভয় তাবেদার ফাসেকী আশেক তাহারে কয় ॥
সাদেকী আশেক তলোয়ারে নফসে আম্মরাকে ক্বতল করে।
মরদে মোমিন আশেক হয় সাবুদ খোদার তলবে মশগুল রয়
মাশুকরূপ আশেক সহিত রয় যারে বেখুদী পেয়ালা বলা যায়।
আশেকে ন্যস্ত হয় মাশুকে গমে রয় ফানা বাকার দাঁড়া সেই পায়
লা মাজহাবী আশেক দেওয়ানা দরবেশ লালন কয় ইশকের বেনা।
দুদ্দু জানলি না আমল করলি না ডুবে রইলি লোভে দুনিয়ায়॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০২।