গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: জাতি আর গোত্রের গাজা খেয়ে দেখেছি
১৩১
জাতি আর গোত্রের গাঁজা খেয়ে দেখেছি।
ছিঃ ছিঃ ছিঃ এই কি জাতি বুঝে ফেলেছি ॥
যতসব মরদুদ শয়তান দেয় তারা জাতির ফরমান।
শুনিয়া আকুল হয় জান মানুষের দশায় এখন জাতকুলনাশি ॥
ছন্নছাড়া অহঙ্কারীগণ করেছে জাতগোত্রের সৃজন ।
মানুষমারা ব্যবসা এখন গলে দেয় ফাঁসি ॥
জাতিগোত্র শয়তানী কারবার মানুষ যারা বুঝে নাও এবার ।
দুদ্দু বলে আমার ব্যবহার মুচির চরণ মাথায় নিয়েছি ॥

তথ্য