গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:জাতিগোত্রের ফাড়া কাটাই কি করে
১৩২
জাতিগোত্রের ফাড়া কাটাই কি করে।
এমন অসুবিধে কভু দেখিনিরে ॥
নকল আসলের মামলায় দিনমণি গেলোরে হায়।
মানুষজনম তো যায় কি হবে আখেরে ॥
ধর্মকর্ম প্রাপ্তি হবে সব দুর্দশা ঘুচে যাবে।
তাই রেখে ধর্মক্ষেপে বেড়াই ঘুরে॥
ধর্মান্ধ পাষণ্ড যারা মানুষের শত্রু তারা ।
দুদ্দু তেমনই বেয়াড়া এই সংসারে ॥

তথ্য