গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: জাতিধর্মের বড়াই করো না ভাই
১৩৩
জাতিধর্মের বড়াই করো না ভাই।
কতশত মহাপুরুষ তাদের কুলের ঠিকানা তো নাই ॥
নারীনর দুইরূপে মানুষ আছে তাহার মান ও হুশ।
খোদার নিচে ভুবন মাঝে শাস্ত্রে শুনি তাই ॥
ধলাকালার একই বীজ ভাই সর্বজাতি যাতে হয় উদয় ।
কর্মগুণে এই সমাজে ভিন্নগোত্র আখ্যা পাই ॥
দীন দুদ্দু বিনয় করে কয় আমার কোনও জাতিগোত্র নাই ।
দিয়ে মানুষের দোহাই মানুষের বন্দনা গাই ॥

তথ্য