যে দেখেছে সেই রূপের বিহার ।৩২৯
আপৃসে সে ছেড়ে গেছে এ সংসার ॥
আত্মসুখ ত্যাজ্য করি মানুষ ভজে নির্বিকারী।
নিয়েছে সেই হৃদয়ভরি সোনার মানুষ দীপ্তকার ॥
স্বীয়কামে দিয়ে ফাঁসি সদাই চিন্তা শ্রীরূপশশী ।
পলানুপল দিবানিশি জেনেছে সেই সারাতসার
সে কি আর বৈদিকে মজে মাটির পুতুল বেড়ায় পূজে।
লালন শাঁইজীর চরণ পূজে দীন দুদ্দু বলে এবার ॥