গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:যেগুণে দেহ পয়দা হয়
১৯৬
যেগুণে দেহ পয়দা হয়।
সেই গুণ ঢুঁড়িলে সেই গুণাতীতে পায় ॥
হাতের কাছের নিলে খবর কেটে যায় সকল ঘোর ।
সেই ধরে ঘরের চোর মনের ইচ্ছায় ॥
শাঁই বিধি অনুষ্ঠান তাঁর নাই কোনও বুদ্ধিবিচার
প্রেমের দেশে শুদ্ধ আচার করে যেজন পায় ॥
যুগে যুগে তাঁর বচন আমি মাথায় করি চরণ ।
অধীন দুদ্দুর বচন লালন শাঁই'র কৃপায় ॥

তথ্য