যে রাধাকৃষ্ণের কথা পদে গায়।৬৭
সে তো বৃন্দাবনের কৃষ্ণরাধা নয় ॥
যুগে যুগে প্রণয়ের মানুষে রাধাকৃষ্ণ বলিয়া ভাষে।
কবি পদকর্তা বঙ্গদেশে বলে সবায়
পরকীয় আত্মরতি করে রাধাকৃষ্ণরূপ সৃষ্টি করে ।
স্বয়ং রাধাকৃষ্ণ জানতো নারে যা বলিয়া যায় ॥
রাধাকৃষ্ণ বিহার হয় বর্তমানকালে সবে গায় ।
দীন দুদ্দু লালন শাঁইর কৃপায় তাই জানায় ॥