গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যে রসে জীবের সৃষ্টি হয়
২৮৬
যে রসে জীবের সৃষ্টি হয়।
সে রস সামান্য কভু নয় ॥
যে রসে জীবের সৃষ্টি প্র্বতের আত্মায় সে স্থিতি ।
সেই রসে পুরুষপ্রকৃতি জীবন পায় ॥
জীবনের জীবন সে রস যাহাতে পুরুষপ্রকৃতিবশ।
যে রসে সৃষ্টির প্রকাশ সামান্য কে কয় ॥
জন্মুলতার পিতামাতা সেই আবার জীবনদাতা ।
দুদ্দু কয় পরমাত্মা কেহ কয় তায় ॥

তথ্য