গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যেভাবে শাঁই মিশলেন মেরাজে নবীর সাথে
২৬
যেভাবে শাঁই মিশলেন মেরাজে নবীর সাথে ।
কেউ তা না জানে দুনিয়াতে ॥
লা মোকাম 'পর নিলেন নবীজীরে সিংহাসনে শূন্যভরে ।
সেহি তো মহব্বতের জোরে তিরিশ বছর যায় এক রাতেতে ॥
আশেকে মাশুক মিশিল দুই দেহ একদেহ হলো ।
চিহ্নভিন্ন না রহিল যেমন কৃপজলে গঙ্গাজলেতে ॥
নবীর মতো পেয়ারা নাই নবী জান মালেক দেহ শাঁই।
দেহ ছাড়া জান থাকে নাই প্রেমের নাইকো সীমা দিতে ॥
অতুল্য প্রেমের তুলনা নাই আল্লাহ নবীর মিলন য্যায়সাই ।
দুদ্দুরে ডেকে কন লালন শাঁই নবীর ছায়া নাই এই ভূমেতে ॥

তথ্য