যেজন পাগল করিল আমারে ।৬৮
জানি না কই সে পাগলচাঁদ আছে কত দূরে ॥
যে দিলোরে দারুণ আঘাত সে গেলো মোর হয়ে বেহাত।
তারই তরে তাই দিবারাত নয়ন দুটি যায় ঝরে॥
শুনেছি তার চরণধ্বনি নুপুরের কিক্কিণি ।
বসিয়া বিরলে শুনি আসে না কি কভু ফিরে ॥
শলা পরামর্শে রাধা ছাড়বে না কৃষ্ণসাধা।
তাইতে কৃষ্ণদ্বারে রাধা দীনহীন দুদ্দু ফুঁকারে |