গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যেও না শুকনো বৈরাগীর দলে
১৫৮
যেও না শুকনো বৈরাগীর দলে।
গাঁজা খেয়ে মালা টিপে ফেলাবে গোলে
ষোলনাম বত্রিশ অক্ষর কয় জানে কে আছে কোথায় ।
মিছে তারা আছে খোলা ফেলাবে সেই ঘোলে
যে মানুষ মানুষসত্য জানে গো তার পরমার্থ ।
শ্রীরূপ তাঁর নাম পরমসত্য তাঁর চরণতলে ॥
পচা গৃহী বৈরাগী যারা মিছে গোল বাঁধায় তারা ।
দরবেশ লালন শাঁই কয় দুদ্দু খোড়া কি জানি কি আছে কপালে ॥

তথ্য