যদি চাতকিনী তৃষ্ণায় মারা যায় ।২৮১
দয়ার সাগর বলে কে ডাকবে তোমায় ॥
কালোমেঘ বারি বিনা তিলেক চাতক বাঁচে না।
তার প্রতি সদয় হলে না গুরু দয়াময় ॥
চিরদিন একই ভাবে ফাঁকি দিয়ে রাখলে তারে ।
সে যদি গো মারা যাবে তোমারই আশায় ॥
একবিন্দু বারি বিনা আমার যে গো নাই ঠিকানা।
তাইতে দোহাই দেয় দেখো না মূঢ় দুদ্দু কয়।