যদি নিদানে নাহি দেখা দিলে ।২৮১
ও দয়াল দরদী গোঁসাই কে ডাকবে দয়াল বলে ॥
পাপ করি তাই দিই গো দোহাই নইলে কে ডাকবে বলিয়া গোঁসাই ।
পাগীর কারণ দয়াল নামধারণ ক্ষিতিতলে ॥
শুনি তুমি করাও যাহা আমি পামর করি গো তাহা ।
তবে কেন মোর হয় এমন দশা কর্মফলে ॥
থাকবো গো নিজগুণে তাই করো জানিয়া দীনে।
দুদ্দু কয় এবার শ্রীরূপ সাধ্যসার শরণ নিলে ॥