যদি সেচার পানি মটকায় যায়।২৮০
তবে তো শাঁইয়ের করণ কিছু হয় ॥
যাহাতে মরণ নিকটে তাই যদি মটকায় উঠে ।
তবেই তো ঘোর সঙ্কটে তাড়ন খায় ॥
যে কাজে রত হলি মন সে কাজ ক্ষান্ত দাও এখন।
এ কাজ মরণের শমন সাধনার নয়
ভাটিস্রোত যবে উজান তবে হবে শাঁইজীর করণ ।
দীনহীন দুদ্দুর বর্ণন লালন শাহের কৃপায় ॥