গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যখন ছিলান শাঁই শূন্যাকারেতে
৯
যখন ছিলান শাঁই শূন্যাকারেতে।
দুসর কে ছিলো তাঁর সাথে॥
নাহি পিতা নাহি মাতা তাঁর লা শরিক শাঁই একা একেশ্বর।
অনন্ত আপারশক্তি হয় যাহার আকার ধরে নিরাকারেতে ॥
অন্ধ ধন্ধ কুয়োকার কয় তারপর নিরাকার হয়।
কোন কারে কি বর্ণ হয় কোন কারে সৃষ্টি হয় কোনভাবেতে॥
ডিম্বাকারে কার গর্ভে রয় নিরাকারর ভাসালান কাহার আশ্রয়।
মা বলে কারে ডাকলেন শাঁই ডাকের শুমার কে দেয় আওয়াজেতে॥
আল্লাহর নূরে নবীর জন্ম হয় বলো নবীর আগে কেবা জন্ম পায় ।
সারাৎসার জানি শাঁই কাদের গনি দুদ্দু কয় লালন শাহের কৃপাতে॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১১০।