গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: জলের মধ্যে কলের কোঠা দেখো না
৩১৩
জলের মধ্যে কলের কোঠা দেখো না।
দেখলে প্রাণ জুড়াবে আশা হবে ভাইসোনা ॥
আজব তার উৎপত্তি শৃন্যেতে করে স্থিতি।
গড়েছে কি কুদরতী জানলে না॥
কি শোভা সেই কোঠার অমাবস্যায় দীপ্তকার ।
রয়েছে কোঠার মাঝার ষোলো আনা॥
সেই কোঠায় খোদ মহাজন আছে ভাই করে আসন।
দীন দুদ্দু করে বর্ণন তাঁর ঠিকানা ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২৩।