গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: যতোই বলো ধর্মকথা বাড়ির কাছের
২৭৯
যতোই বলো ধর্মকথা বাড়ির কাছের খবর নিও ।
পারো যদি মাঝে মাঝে সিঁদ দরজায় খবর দিও
জীয়ন্তে থাকিও মরে যেতে চাও যদি পরপারে ।
মরা দেখে নেবে তোরে দুটো চারটে ধরে খেও ॥
উত্তমে উত্তম তিথি পরম বন্ত তাইতেই সিদ্ধি ।
তাহার খবর খুঁজলে বিধি পাবে কোন ভেয়ো ॥
দশবাঁ কালামের মানে রসিক হলে সেই হে জানে।
দ্বীনের অধীন দুদ্দু ভণে শাঁই আমারে তরাইও ॥


তথ্য