গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কাঁদতে জনম গেলো আমার নয়নজলে
৪৬
কাঁদতে জনম গেলো আমার নয়নজলে।
তুমি এমন করে কাঁদালে ॥
দিয়ে তোমার রূপে নয়ন কাঁদিয়া কাটালাম জীবন।
এমন নাচান তুমি বিনিময়ে এই দিলে ॥
কুলে দিয়ে কলঙ্কের কালি দূরে বসে দাও হাততালি ।
এই কি পিরিতি বন্ধু লিখেছিল কপালে ॥
সুখ ভেবে পিরিতিতে মজে কলণ্কিনী হলাম গো যে।
দুদ্দু বলে যা হয় হবে দেখি সে কোথায় মেলে ॥


তথ্য