গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কাগজে চিনি শব্দ লেখা যায়
১৭৭
কাগজে চিনি শব্দ লেখা যায় ।
সেই কাগজ চাটিলে কি মুখ মিষ্ট হয় ॥
তেমনই শাস্ত্রে লেখা ঈশ্বর রাত্রদিন পড়ে বেশুমার।
পায় কেবা তার দিদার বলো আমায় ॥
খোঁজো চিনির মহাজন পলকে পাবে দরশন।
সত্য শাঁই আলাক নিরঞ্জন সেই জায়গায় ॥
অযথা শাস্ত্র বয়ে গেলিরে বৈদিক হয়ে ।
দীন দুদ্দু বলে কয়ে বিদায় নেয় ॥

তথ্য