গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কামের ঘরে বাঁধাল দেরে মন
২২৯
কামের ঘরে বাঁধাল দেরে মন।
যদি হতে চাও মানুষের মতন ॥
ন্যায়সত্য সাধিতে গেলে পূর্ণশুক্র নৈবেদ্যবলে ।
ওরে মন তা নাহি হলে হয় যোনিতে পতন ॥
মানুষের কল্যাণ তাদের দ্বারা বলো হয়েছে কখন ॥
যাওরে বুঝে কামসরোবরে যেতে চাও যদি সেই ভবপারে
দুদ্দু কয় পড়বি ফ্যারে ভুলিলে এই বচন ॥


তথ্য