গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কার কেমন গুণ জানা যাবে আখেরে
১২০
কার কেমন গুণ জানা যাবে আখেরে।
কোথায় কে কি করে ফেরে ॥
ছাইচাপা থাকে না অগ্নি আগুনবন্তর এমনি ।
মনুষ্যত্ব সত্য তেমনি বের হয়ে স্ফুরে ॥
ফলে বৃক্ষের পরিচয় এই কথা সকলে কয়।
যেযা দেয় সেই তোপায় এই সংসারে ॥
মনে মনে মনকলা খাই করো নারে আত্মবড়াই ।
দুদ্দু বলে আমি তেমনই ভাই ঘ্বুরে ফিরে ॥

তথ্য