কে বলে লেখে বিধি জীবনমরণ ।২৩৫
মিথ্যা এসব কথা মূর্খের বচন
অদৃষ্ট আপনার সৃষ্টি করে দেখো জ্ঞানের দৃষ্টি ।
সাধনের ইষ্টদৃষ্টি সাধে সব রতন ॥
সব যদি পূর্বে লেখা যায় তবে কেন অপরাধ গণ্য হয়।
জগতে কেন সাজা হয় পাপের কারণ ॥
যাবই তাই করি এই যদি গণ্য করি।
দীন দুদ্দু কয় ফুকারি লালন শাঁইয়ের বচন ॥