কে বুঝিতে পারে খোদার কুদরতি।৬
আপনি ভাঙে আপনি গড়ে আপনি হন রসের পতি॥
আসমানে চন্দ্রোদয় হলে পরে তার কিরণ ছড়িয়ে পড়ে।
নিরাকারে আকার ধরে সেইরূপে হয় রূপাকৃতি॥
নীরে নূরে গঠিলেন বারী নূরের চৌমহলা তাঁরই।
সত্তর হাজার নূরের বসন খুলে সৃজিলেন সেই কুদরতী॥
অধীন দুদ্দু কয় কাতরে নূরের মশাল দিলো তারেরে।
তাজেল্লা নূর এনে দেয় আদমেরে তাইতে হলো নূরের জ্যোতি॥