গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কে এমন ঘর বেঁধেছে জানে কে
১৭৯
কে এমন ঘর বেঁধেছে জানে কে তার ঠিকানা ।
খোজ পেলে নিতাম মাথায় তার চরণখানা ॥
পানির মধ্যে আগুন ভেলে এদেহ সৃষ্টি করিলে।
থাকিয়া গোপন কলে ঘুরায় কল সেনা
হরনাল করনাল মৃণালে ঘুরায় কল সদাই চলে ।
আড়ালে থাকিয়া বলে আমারে কেউ দেখলে না ॥
যে চেনে তাঁহার বাসা পূর্ণ হয় তাহার আশা।
ঘুচে যায় ভবদুর্দশা দীন দুদ্দুর বর্ণনা ॥

তথ্য