গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কে জানবে তারে আপন ঘরে ।
১২৩
কে জানবে তারে আপন ঘরে ।
করে চুরি থেকে লক্ষ ক্রোশাত্তরে অদ্ভূত কারখানা দেখি এ সংসারে ॥
ভেবে দেখলে দেহনিত্য এ জীবন হবে সত্য ।
মানুষের হয় না মৃত্যু ঢুঁড়িলে জ্ঞানের দ্বারে ॥
সেই যে সৃজনকৌশল তাঁর বুঝতে পারে সাধ্য আছে কার ।
তাইতে ঘুরে মরে সংসার সকলে এক খুটোয় ঘুরে ॥
আত্মতত্ত ঢোঁড় নিজে দেখতে পাবে জগত মাঝে ।
দীনহীন দুদ্দু ভজে লালন শাঁইর চরণসার করে ॥

তথ্য