গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কে জানে ম'লে জীব যাবে কোথায়
২৩৪
কে জানে ম'লে জীব যাবে কোথায় ।
হাতের কাছে পেলে যারে দেখো গো তায় ॥
এমন বোকা আর দেখি নাই এই দুনিয়ায় ॥
মানুষ আর ঈশ্বর দুজন দুইদেশে বাস ভাবে যেজন।
ঈশ্বরে সে পায় না কখন ভাবের ধাধায় ॥
ব্রত হলো মানুষনিধি যার সে জানে ঈশ্বরের কারবার ।
দুদ্দু কয় কেবল আমার ভেবে দিন যায় ॥

তথ্য