কে খেয়া দেয়রে চিরকাল।২৩৩
যুগ যুগান্তর সকাল বিকাল ॥
তাঁরে আমি চিনতে নারি বুঝতে তাঁরে কই বা পারি।
তাঁরে পাই কারে ধরি ছিড়ে মায়াজাল
চারযুগ ধরে দিলো খেওয়া করলাম খেয়ায় আসাযাওয়া।
আপন ধন পরকে দিয়া হলাম পয়মাল ॥
কে তাঁহার জানে ঠিকানা কার জগতে আছে জানা ।
লালন শাঁই কয় দুদ্দু কানা পড়িয়া বেহাল ॥