গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কে করে ভাই নির্ণয় তাহার
৮৪
কে করে ভাই নির্ণয় তাঁহার ।
যে শ্রীরূপের তত্ত্ব পায়নি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ॥
পেতে শ্রীরূপের করণধরন নিধুবনে ধরে তার বন।
বৈষ্ণবেরা কয় নদেয় আগমন কারণ শ্রীরাধার ॥
শ্মশানবাসী হলো ভোলা নিলো গলে শক্তির মালা ।
শ্রীরূপে করেন কালা করে বনেতে সে ঘর ॥
চারযুগের দেনা শ্রীরূপের কাছে তাই সবাই শ্রীরূপ পূজে।
দুদ্দু বলে দেনা হয় পাছে সেই দুখে মরি এবার ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৭৩।